Wednesday, 27 June 2018

যবনিকা, যবন, Ionia

‘যবনিকা’ শব্দটির অর্থ ‘পর্দা’, তা সে নাটকের অভিনেতার সামনেই হোক, বা পিছনে ‘drop scene’ হিসেবে। এই শব্দটি বাংলায় প্রবেশ করেছে প্রাচীন গ্রীক ও ভারতীয় সভ্যতার মেলামেশার কারণে। ‘যবনিকা’ শব্দটি ‘যবন’ শব্দ থেকে এসেছে। ‘যবন’ শব্দটির মানে ‘গ্রীক মানুষ’। এই ‘যবন’ শব্দটি এসেছে  ‘Ionian’ শব্দের থেকে। Ionia প্রাচীন গ্রীস-এর একটি জায়গার নাম, যে জায়গাটি বর্তমান টার্কি-তে।