Sunday 7 April 2013

রবীন্দ্রনাথের উপর তথ্য

  • রবীন্দ্রনাথের প্রথম প্রকাশ করা রচনা ‘অভিলাষ (দ্বাদশ বর্ষীয় বালকের রচিত)’ নামক একটা কবিতা, যেটা প্রকাশিত হয় ব্রাহ্মসমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা-তে অগ্রহায়ণ, ১২৮১-তে।
  • রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ তত্ত্ববোধিনী পত্রিকা-তে পৌষ, ১২৮১-তে প্রকাশিত হওয়া ‘গ্রহগণ জীবের আবাসভূমি’।
  • প্রথম প্রকাশিত ছোট গল্প ‘ভিখারিনী’ যা প্রকাশিত হয় ভারতী পত্রিকায় দুই কিস্তিতে শ্রাবণ ও ভাদ্র, ১২৮৪-এ।
  • প্রথম প্রকাশিত উপন্যাস বউ-ঠাকুরানীর হাট যা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ভারতী পত্রিকায় কার্তিক, ১২৮৮ থেকে আশ্বিন, ১২৮৯ পর্যন্ত।
  • প্রথম প্রকাশিত নাটক বলতে ভগ্নহৃদয় নাটকের প্রথম ছয়টা সর্গ মুদ্রিত হয় ভারতী পত্রিকায় কার্তিক-ফাল্গুন, ১২৮৭-এ। এর পরে, আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১২৮৭-এ বাল্মিকী-প্রতিভা প্রকাশ করে।

  • রবীন্দ্রনাথের জীবিতাবস্থায় শেষ প্রকাশিত রচনা একটা কবিতা, যার প্রথম ছত্র ‘আমার এ জন্মদিন-মাঝে আমি হারা’ এবং যা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় শ্রাবণ, ১৩৪৮-এ। রবীন্দ্রনাথের মৃত্যুর পর, আনন্দবাজার পত্রিকা ২৪ শ্রাবণ, ১৩৪৮-এ ‘রবীন্দ্রনাথের সর্বশেষ কবিতা’ নামে একটা কবিতা প্রকাশ করে যার প্রথম ছত্র ‘দুঃখের আঁধার রাত্রি বারে বারে’। ভাদ্র, ১৩৪৮-এ বঙ্গলক্ষ্মী পত্রিকা একটা রবীন্দ্র-স্মরণ সংখ্যা প্রকাশ করে এবং তাতে ‘রবীন্দ্রনাথের শেষ রচনা ১’ নামে প্রকাশিত হয় ‘দুঃখের আঁধার রাত্রি বারে বারে’ ও ‘রবীন্দ্রনাথের শেষ রচনা ২’ নামে প্রকাশিত হয় একটা কবিতা যার প্রথম ছত্র ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’।
  • রবীন্দ্রনাথের জীবিতাবস্থায় শেষ প্রকাশিত নাটক হয় মুক্তির উপায় যা প্রকাশিত হয়েছিল অলকা পত্রিকায় আশ্বিন, ১৩৪৫-এ অথবা স্বর্গে চক্রটেবিল বৈঠক যা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় আশ্বিন, ১৩৪৫-এ।
  • রবীন্দ্রনাথের জীবিতাবস্থায় শেষ প্রকাশিত গল্প ‘বদনাম’ যা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় আষাঢ়, ১৩৪৮-এ।
  • রবীন্দ্রনাথের শেষ প্রকাশিত উপন্যাস মালঞ্চ যা যা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায় আশ্বিন থেকে অগ্রহায়ণ, ১৩৪০ পর্যন্ত।
  • রবীন্দ্রনাথের জীবিতাবস্থায় শেষ প্রকাশিত প্রবন্ধ তিনটে --ক) ‘সত্য ও বাস্তব’ যা ‘সাহিত্য, শিল্প’ নামে প্রবাসী পত্রিকায় আষাঢ়, ১৩৪৮-এ প্রকাশিত হয়েছিল। খ) একই সংখ্যায় ‘সাহিত্য, গান, ছবি’ নামক আরেকটা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল।কবিতা পত্রিকা আষাঢ়, ১৩৪৮-এ একটা বিশেষ রবীন্দ্র সংখ্যা প্রকাশ করে যাতে দুটো প্রবন্ধ ছিল -- গ) ‘সাহিত্যবিচার’ ও ‘সাহিত্যের মূল্য’। এর মধ্যে ‘সাহিত্যের মূল্য’ প্রবন্ধটি আগেই জ্যৈষ্ঠ, ১৩৪৮-এ প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

  • রবীন্দ্রনাথ প্রোটন, ইলেক্ ট্রন ও ন্যুট্রন নিয়ে দুটো প্রবন্ধ -- ‘পরমাণুলোক’ ও ‘নক্ষত্রলোক’ -- এবং একটা কবিতা -- ‘মিলের কাব্য’ -- রচনা করেছিল।